Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিএনপির বিক্ষোভ

ধোবাউড়া প্রতিনিধি

বিএনপির বিক্ষোভ

ধোবাউড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করে উপজেলা বিএনপি।

ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি বাড়ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের অবসান ঘটাতে চাই। তাদের কাছে জনগণ নিরাপদ নয়।’

উপজেলা বিএনপির সহসভাপতি আজহারুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান, আ. ওয়াহেদ তালুকদার, মোয়াজ্জেম হোসেন খান লিটন, কৃষক দলের সভাপতি নয়ন মণ্ডল, সদস্যসচিব কছিম উদ্দিন, জেলা যুবদল নেতা আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

এদিকে ঈশ্বরগঞ্জে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ও কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঞা মনি, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ