নরসিংদীর রায়পুরা পৌরসভায় আজ ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে ভোট গ্রহণ। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে আশঙ্কা ও উৎসাহ দুই-ই রয়েছে। তবে প্রশাসন বলছে, ইভিএমে ভোটগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সার্বক্ষণিক মাঠে থাকবে নির্বাহী হাকিম ও আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন লড়ছেন।
সরেজমিন পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই ইভিএমে ভোট দিতে উৎসাহী। তবে ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, অনেকেই তা জানেন না। ভোট সঠিকভাবে গ্রহণ হবে কী না, এ নিয়েও শঙ্ক রয়েছে অনেকের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘অনেকের কাছেই শুনি এই সব মেশিনে অনেক কারচুপি করা সম্ভব। এই মেশিনে আদৌ ভোট ঠিকভাবে হয় কী না জানি না। তবে প্রথমবার ভোট দিয়ে দেখি কী হয়।’
বর্তমান মেয়র জামাল মোল্লা বলেন, ‘সুনামের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেছি। আগামীতেও সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আশা করি আবারও মেয়র হব। জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।’
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ্ উদ্দিন বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকালে যথাসময়ে ইভিএম মেশিন পৌঁছে যাবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৯ জন নির্বাহী হাকিমকে নিযুক্ত করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।