Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে একটি পাথর বোঝাই ট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় হঠাৎ করেই ব্রিজ ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে সেতুটি ভেঙে গেছে বলে পুলিশের ধারণা।

এদিকে সেতুটি ভেঙে যাওয়ার যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো বাস পারাপার হতে পারছে না। তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন।

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রশস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ সেতুটি দেওয়া হয়েছিল। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিজটি মেরামতে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় নৌকা দিয়ে খাল পার হতে হয় যাত্রী ও পথচারীদের। এতে করে বাড়তি ১০ টাকা করে ভাড়া গুনতে হয় তাঁদের।

ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় যাত্রী ও পথচারীদের ধৈর্য ধারণে অনুরোধ জানিয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটকে পড়া ট্রাক উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। আগামীকালের (আজ) মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা যাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ