Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কর আদায়ে ধনীদের চাপে রাখার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর আদায়ে ধনীদের চাপে রাখার পরামর্শ

কর আদায়ে ধনীদের ওপর আরও চাপ দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের ওপর করের বোঝা না চাপানোরও পরামর্শ দিয়ে অর্থনীতি সমিতির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ ও (ভ্যাটনীতি) জাকিয়া সুলতানা।

জাতীয় বাজেটের জন্য সম্পদ আহরণ করতে সরকারকে জরুরি ভিত্তিতে ধনী, বিত্তবান, সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা সম্পদ-আয় ও মুনাফার অর্থমূল্য কম দেখানোর মাধ্যমে সঠিক কর দেয় না, তারা যেন সঠিক পরিমাণ কর দেয়, তা নিশ্চিত করার ওপর জোর দেয় অর্থনীতি সমিতি।

সংগঠনটি মনে করে, করোনার প্রভাবে নিরঙ্কুশ দরিদ্র, হতদরিদ্র, চরম দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্য-মধ্যবিত্ত মানুষের একটি বড় অংশ আরও দরিদ্র হয়েছে। কর্মসংস্থান খাত সংকুচিত ও বিপর্যস্ত। এর মধ্যে সাধারণ মানুষের ওপর নতুন খড়্গ হয়ে নেমে এসেছে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি।

সংগঠনটির মতে, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কোনোভাবেই সংকোচনমূলক না করে বরং বড় করতে হবে। রাজস্ব আহরণের ক্ষেত্রে দরিদ্রদের ওপর প্রত্যক্ষ করের বোঝা না বাড়িয়ে ধনী-বিত্তশালীদের পাশাপাশি শেয়ার-বন্ডের মালিক-প্রতিষ্ঠানের বড় বড় বিনিয়োগের ওপর সম্পদ-কর আরোপ করতে হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ