হোম > ছাপা সংস্করণ

৩ কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট

‘শারদীয় দুর্গাপূজা’ ও ‘কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানের জন্য তিনটি কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালের বিরুদ্ধে। ১০ অক্টোবর ওসির স্বাক্ষরিত চিঠিতে এ টাকা চাওয়া হয়।

এ ব্যাপারে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসব প্রোগ্রামে তো এত টাকা খরচ হওয়ার কথা নয়। ৫-৬ হাজার টাকা লাগলে আমাদের ফান্ড আছে, সেখান থেকে এসপি দিয়ে দেবে। অন্য কোথাও টাকা চাওয়ার তো কথা না।’ তিনি বলেন, ‘এসপি আমাকে বিষয়টি শুনিয়েছে। তখন বলেছি, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নিতে।’

অভিযোগ অস্বীকার করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সঠিক নয়, পাঠানো হয়নি।’ চিঠি পাঠানোর জন্য স্বাক্ষর করেছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা রেডিই করা হয়নি।’ এরপর আবারও ‘এটা সঠিক নয়’ বলে মোবাইল সংযোগ কেটে দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ওসি নাজমুল পৃথক তিনটি চিঠিতে শায়েস্তাগঞ্জ থানায় অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্কয়ার ডেনিমস লিমিটেড এবং তাফরিদ কটন মিলসের কাছে সাড়ে তিন লাখ টাকা করে চাঁদা চেয়েছেন। তিনটি চিঠিরই কপি আজকের পত্রিকার হাতে এসেছে। তবে ওসি নাজমুলের মতো ওই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারাও চিঠির বিষয়টি অস্বীকার করেছেন।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (আরএফএল-অ্যাডমিন) জালাল আজকের পত্রিকাকে বলেন, ‘থানা থেকে কোনো চিঠি পাইনি।’ তাফরিদ কটন মিলসের এজিএম খায়রুল ইসলামও বলেন, ‘কোনো চিঠি পাইনি। ফোনে ওসি সাহেব ২৮ তারিখ একটি অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন।’

সংশ্লিষ্ট সূত্র বলেছে, চিঠিতে দুর্গাপূজায় ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ পিস দই, ৫০০ বোতল পানি, ৫ হাজার টাকার বিভিন্ন প্রকার ফলের খরচ বাবদ ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। কমিউনিটি পুলিশিং ডের জন্য ৫০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৫০০ ফিল্ড ক্যাপ, ৫০০ পিস কেক, ৩০ কেজি মিষ্টি, ৫০০ বোতল পানি, ৫০০ পিস দই, ১৫ হাজার টাকার বিভিন্ন প্রকার ফল ও ব্যানার, ফেস্টুন, মাইকিংয়ে ৫০ হাজার টাকাসহ খরচ বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।

চিঠিতে দুর্গাপূজার অংশে বলা হয়, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি, সহসভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িকভাবে নির্বিঘ্নে সম্পন্ন এবং বর্তমান সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ থানায় পূজাসংক্রান্ত একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনের নাশতা এবং আপ্যায়নের জন্য বর্ণিত মালামাল সরবরাহ করিয়া শায়েস্তাগঞ্জ থানা-পুলিশের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করা হইল।’

কমিউনিটি পুলিশিং ডের অংশে বলা হয়, ‘আগামী ২৮ অক্টোবর সারা বাংলাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন হবে। উক্ত অনুষ্ঠানে অনুমান ৫০০ লোকের সমাগম হবে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে নাশতা এবং আপ্যায়নের জন্য নিম্নবর্ণিত মালামাল সরবরাহ করিয়া শায়েস্তাগঞ্জ থানা-পুলিশের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করা হইল।’

পুলিশ সূত্র বলেছে, এর আগেও বিভিন্ন সময়ে ওসি নাজমুল হক কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাঁকে সাতবার তিরস্কার ও চারবার সতর্ক করা হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন