হোম > ছাপা সংস্করণ

ইফতার ও সাহ্‌রির সময় নিয়ে বিভ্রান্তিতে মানুষ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

ইফতার ও সাহ্‌রির সময়সূচি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিবগঞ্জসহ বগুড়ার ১২ উপজেলার সাধারণ মানুষেরা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ইফতার ও সাহ্‌রির সময়সূচিতে ভিন্নতা থাকায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাপানো ক্যালেন্ডারে প্রায় চার ধরনের সময়সূচি দেওয়া হয়েছে। ছাপানো এসব ক্যালেন্ডারের ওপরে লেখাও রয়েছে বগুড়া ও আশপাশের জেলার জন্য। এদিকে উপজেলার সব এলাকার বাড়ি বাড়ি ও মসজিদে এসব সময়সূচি ছড়িয়ে পড়ায় প্রথম রমজানেই এক একজনকে একেক সময় ইফতার করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, সেবায় আমরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানারে প্রকাশিত সময়সূচিতে প্রথম রমজানে ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৫ ও সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ২৮ মিনিট উল্লেখ করা হয়েছে। এদিকে আইসিএস পাবলিকেশনের ব্যানারে প্রকাশিত সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট ও সাহ্‌রি ভোর ৪টা ৩১ মিনিট উল্লেখ করা হয়েছে। তাদের ক্যালেন্ডারে লেখা রয়েছে, তথ্যসূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের শাহিন মিয়া বলেন, ‘পত্রিকাতে এক রকম। একটা ক্যালেন্ডার কিনেছি, সেটা আবার আরেক রকম। কোনটা অনুসরণ করব বুঝতে পারছি না।’

এদিকে আল জামিয়্যাহ আস সালাফিয়্যাহ্ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২০ মিনিট ও সাহ্‌রি ভোর ৪টা ৩৫ মিনিট। আবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সময়সূচিতে ইফতার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট ও সাহ্‌রি ভোর ৪টা ৩০ মিনিটের কথা উল্লেখ করা হয়েছে। রমজানের ৩০ দিনই এমন সময়ের ব্যবধান রয়েছে এসব ক্যালেন্ডারে।

উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম ইসলাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মসজিদে দুইটা ক্যালেন্ডারে দুই রকম সাহ্‌রি ও ইফতারের সময়সূচি দেওয়া। বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে আছি।’

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাজাহান আলী বলেন, ‘যাঁরা না জেনে না বুঝে এসব ক্যালেন্ডার ছেপেছেন, নিঃসন্দেহে তাঁরা খারাপ কাজ করেছেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়া জেলার জন্য সঠিক সাহ্‌রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন