মিরসরাই ও ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে শেষ করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতের আহ্বান জানান। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।