Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এআইপি পদক পেলেন ঈশ্বরদীর দুই কৃষক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

এআইপি পদক পেলেন ঈশ্বরদীর দুই কৃষক

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাবনার ঈশ্বরদীর দুই কৃষককে ‘কৃষির গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’ হিসেবে স্মারক সম্মাননা পদক ও বিশেষ 
কার্ড দেওয়া হয়েছে। তাঁরা দেশের সিআইপির মতোই বিভিন্ন সুবিধা পাবেন।

ঈশ্বরদীর দুই কৃষক হলেন উপজেলার সলিমপুরের বখতারপুর গ্রামের কৃষক শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা এবং একই ইউনিয়নের কিষানি নুরুন্নাহার বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে নতুন পদ্ধতির মাধ্যমে কৃষির উৎপাদন, বিপণন ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষিপণ্যের সম্প্রসারণ এবং কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

আয়োজকেরা জানান, নীতিমালা অনুযায়ী প্রতি বছর মোট পাঁচটি বিভাগে সর্বোচ্চ ৪৫ জনকে এআইপি সম্মাননা দেওয়া হবে। এআইপি কার্ডের মেয়াদ এক বছর।

সিআইপির সুযোগ-সুবিধার মতোই এআইপিরা বিশেষ কিছু সুযোগ-সুবিধা পাবেন। একজন এআইপি ব্যবসা বা দাপ্তরিক কাজে বিদেশে ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা পাওয়ার 
ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

শাহজাহান আলী বলেন, এআইপি সম্মাননার মাধ্যমে কৃষকদের প্রত্যাশা পূরণ হয়েছে।  নুরুন্নাহার বেগম বলেন, কৃষকদের এভাবে সম্মান জানানোর মধ্য দিয়ে প্রমাণ হলো বর্তমান সরকার কৃষিবান্ধব। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ