Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভেঙে গেছে সেতুর পাত ঝুঁকি নিয়ে পারাপার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ভেঙে গেছে সেতুর পাত ঝুঁকি নিয়ে পারাপার

ডুমুরিয়ার সুন্দরবুনিয়ায় কাঁঠালতলা-মাগুরখালী পুরোনো লোহার সেতুটির একটি পাত ভেঙে পড়েছে। তা ছাড়া দীর্ঘদিন কোনো সংস্কার না করায় সেতুটির লোহার পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষ।

জানা যায়, ১৯৯১ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উপজেলার আটলিয়া ইউনিয়নের অন্তর্গত কাঁঠালতলা-মাগুরখালী সড়কে সুন্দরবুনিয়া নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়।

এরপর প্রায় ৩০ বছর পার হলেও সংশ্লিষ্ট বিভাগ ওই সেতুটি আর সংস্কার করেনি। ইতিমধ্যে সেতুটির লোহার পাতগুলোর প্রায় সব অংশই মরিচা পড়ে নষ্ট হতে শুরু করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁঠালতলা-মাগুরখালী সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হলেও সুন্দরবুনিয়া নদীর ওপর নির্মিত সেই পুরোনো সেতুটির দিকে কারও নজর নেই। এ কারণে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিশেষ করে বিভিন্ন প্রয়োজনের তাগিদে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনয়নের অভ্যন্তরে সুন্দরবুনিয়ায় এই সেতু পার হয়ে খুলনা, যশোর, সাতক্ষীরা জেলা শহর, পলাশ্রী, মাগুরখালী ও মাদারতলা পুলিশ ক্যাম্পে যেতে হয়।

তা ছাড়া মাগুরখালী, শোভনা, মাগুরাঘোনা, খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও মৎস্যসহ নানা প্রয়োজনে বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দারা ঝুঁকি নিয়ে এ ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছেন।

আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন জানান, মূলত সুন্দরবুনিয়া সেতুটি দ্রুত নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে ভাটার ইট বোঝাই ট্রাক চলাচল। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে দুইবার সেতুটি সংস্কার করা হয়েছে। এখন সেতুটি পুরোপুরি ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ