নরসিংদীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আইডিইবি জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় নরসিংদী পলিটেকনিকে এসে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ইউএমসি জুট মিলস্ লিমিটেডের এর প্রকল্প প্রধান মো. মতিউর রহমান মণ্ডল, নরসিংদী বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক কে এম জিয়াউল হক মারুফ, জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌ. মোশফিকুর রহমান খান আঙ্গুর, সাধারণ সম্পাদক প্রকৌ. মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক প্রকৌ. মো. মোখলেছুর রহমান প্রমুখ।