রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজস্থলীতে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। অংসুই প্রু চৌধুরীর সফর সঙ্গী ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইচাইন চৌধুরী, সদস্য নিউচিং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা প্রমুখ।
বৈঠকে আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজস্থলী উপজেলার কাউন্সিলদের নিয়ে আলোচনা করেন অংসুই প্রু চৌধুরী।
সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করে আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করার অনুরোধ করেন অংসুই প্রু। তিনি বলেন, ‘দেশের উন্নয়নে যেমন শেখ হাসিনার কোনো বিকল্প নাই তেমনি রাঙামাটিতে দীপংকর তালুকদারের কোনো বিকল্প নাই।’