Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পরীক্ষার প্রশ্নপত্রে চা শ্রমিককে কুলি সম্বোধন!

মৌলভীবাজার প্রতিনিধি

পরীক্ষার প্রশ্নপত্রে চা শ্রমিককে কুলি সম্বোধন!

সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিকদের কুলি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন চা-শ্রমিকের সন্তানেরা। গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে এমন শব্দচয়ন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-১ (মাঠ প্রশাসন) থেকে এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের চারটি গ্রেডে মোট ২২ জন নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার বাসিন্দারা পরীক্ষায় অংশ নেন।

সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্রে এক ইংরেজি অনুবাদ করতে বলা হয়। সেখানে লেখা ছিল, শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে খ্যাত। শ্রীমঙ্গলে ৯২টি চা-বাগান রয়েছে। শ্রীমঙ্গলের চা পানীয় হিসেবে উপাদেয়। কুলিরা হাত দিয়ে চা-পাতা তোলে। প্রক্রিয়াজাতকরণের পর চা-পাতা থেকে চা উৎপন্ন হয়। সরকার নিজে এবার আমাদের কুলি বলল!’

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের সভাপতি মনোজ কুমার যাদব ও সাধারণ সম্পাদক রাজু নুনিয়া। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘চা-শ্রমিক জনগোষ্ঠীর মানুষদের জন্য এটি চরম অবমাননাকর। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দাসত্বের বেড়াজালে বন্দী চা-শ্রমিকদের অবজ্ঞার সুরে এই নামে সম্বোধন করা হতো। বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন চর্চা নিঃসন্দেহে হতাশাজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করি।’

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়েছি। এই প্রশ্ন প্রত্যাহার ও শ্রমিকদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে জেলা প্রশাসনকে।’

মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এখনো প্রশ্নপত্র দেখিনি। আমরা শুধু পরীক্ষার্থীদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন বোর্ড এ পরীক্ষা নিয়েছেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ