কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের পরাজিত করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শত্রুমুক্ত হয়েছিল। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের আয়োজনে স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি আব্দুস সহীদ সাগ্নিকের এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাজাহান মানিক। স্মৃতিচারণ ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস।