প্রশ্ন: শীত আসার শুরু থেকেই মাথার ত্বকে খুশকি হতে শুরু করে। শীতের মাসগুলোয় কীভাবে চুলের যত্ন নিলে খুশকিমুক্ত থাকা যাবে?
বীথি রাণি পাল, নবাবগঞ্জ
এই সময় রোজ ভালো কোনো অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুলে সেরাম ব্যবহার করে ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। মাঝে মাঝে হট অয়েল ম্যাসাজ নিতে হবে। কাজ না হলে স্যালনে এসে ট্রিটমেন্ট নিতে হবে।
প্রশ্ন: হাতের তালু পেলব রাখতে কী করণীয়?
মাসুদুল হক, চট্টগ্রাম
যত বার হাত ধুবেন ঠিক ততবার ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: প্রাকৃতিক উপাদান দিয়ে কী ত্বক ব্লিচ করা যায়? কীভাবে করব?
মারিয়া ওয়ারিশা, রাজশাহী
টমেটো রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস ভালোভাবে মিশিয়ে সপ্তাহে এক দিন করে ত্বকে ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার