Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘জলকন্যা’র আয়োজনে চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জলকন্যা’র আয়োজনে চিত্র প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিল্পীদের সংগঠন ‘জলকন্যা’র আয়োজনে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালা গ্যালারিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান চিত্রশিল্পী ড. রশীদ আমিন। প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

জলকন্যা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্ম ও সংসার জীবনের ব্যস্ততার ফাঁকে জলরঙে ছবি আঁকেন, এমন ১০ নারী শিল্পীর আঁকা ছবি নিয়ে এ প্রদর্শনী। একই সঙ্গে শামস শিল্পাঙ্গনের ৭ শিক্ষার্থীর ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। শামস শিল্পাঙ্গনের কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ হলো একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং শিশুদের স্বাধীন ও সুন্দর মননশীলতার পরিস্ফুটন ঘটানো। তবে কেবল জলরঙেই নয়, অ্যাক্রিলিকের বেশ কিছু কাজও রয়েছে প্রদর্শনীতে।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, তমা সাহা, সাবিয়া নাসরিন, নুসরাত জাহান তুনান, মাহফুজা বিউটি, জেনেট গমেজ, ফারজানা আলম, ফারহানা ফেরদৌসি, তানিয়া ফারাবি ও এলিনা চাকমা। এ ছাড়া শামস শিল্পাঙ্গনের পক্ষ থেকে অংশ নিয়েছেন ঊর্মি ক্যাথরিন গমেজ, স্টিভ ডি’ কস্তা, স্নেহা ক্যারেন গমেজ, মেরিয়্যান অয়ত্রী গমেজ, জ্যাকুলিন রিয়া রোজারিও, মেবেল এমেন্ডা গমেজ ও অঙ্গনা ইসলাম।

গতকাল প্রদর্শনীটির উদ্বোধনীতে জলকন্যা এবং শামস শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ বলেন, ‘একজন নারী শিল্পী শুধু একটি শিল্পকর্মই তৈরি করেন না, তিনি তার পরিবার এবং অফিসও সামলান। আন্তর্জাতিক নারী দিবস আমাদের অধিকার এবং মর্যাদার কথা মনে করিয়ে দেয়। এই আয়োজনের মাধ্যমে আমরা সকল নারীদের প্রতি সম্মান প্রদর্শন করছি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রশিদ আমিন বলেন, ‘এখানে যে চিত্রকর্মগুলো প্রদর্শিত হয়েছে তা নারী শিল্পীরা তৈরি করেছেন। বেশির ভাগ সময়ে নারী শিল্পীরা স্বীকৃতি ও সম্মান পান না। এই প্রদর্শনী নারীদের কাজের স্বীকৃতি ও সম্মান করার প্রচেষ্টা।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ