Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঈদের অনুষ্ঠানে অতিথি ঈশিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঈদের অনুষ্ঠানে অতিথি ঈশিতা

টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতাকে এখন পর্দায় দেখা যায় না বললেই চলে। পর্দার পেছনেই তাঁর এখন সব ব্যস্ততা। তবে ঈশিতা জানিয়েছেন, মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করতে চান তিনি। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এর আগে সত্য ঘটনা নিয়ে প্রয়াত আবদুল্লাহ আল-মামুনের ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ফিকশনে অভিনয় করেছিলেন। যদিও কাজটি নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে তাঁর। ঈশিতা বলেন, ‘কাজটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি। আমার অনুমতি ছাড়াই অন্য এক অভিনেত্রীকে দিয়ে আমার অভিনীত দৃশ্যের ডাবিং করানো হয়, যা দুঃখজনক।’

মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’-এ প্রথমবার এককভাবে অতিথি হয়ে এসে ঈশিতা জানান এসব কথা। এই অনুষ্ঠানের ঈদ আয়োজনের বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে। অনেকেই জানেন, সময়ের ব্যাপারে ঈশিতা অতিমাত্রায় সচেতন। সেটের অন্য কেউ আসেননি, অথচ ঈশিতা সবার আগে এসে বসে ছিলেন—এমন ঘটনাও রয়েছে। ঈশিতা বলেন, ‘মাত্র দুইবার এর ব্যতিক্রম হয়েছিল। অস্বাভাবিক ট্রাফিক জ্যামের কারণে একবার শুটিংয়ে পৌঁছাতে দেরি হয়েছিল। আরেকবার ‘‘কেন’’ শিরোনামের একটি নাটকের শুটিং হওয়ার কথা ছিল ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটে। কিন্তু সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন মাত্রাতিরিক্ত যানজটের শিকার হয়েছিলাম। ভেবেছিলাম, জীবনে প্রথম ফ্লাইট মিস করে ফেলব। তবে সেটি আর হয়নি। আমি যখন হন্তদন্ত হয়ে বিমানবন্দরে পৌঁছালাম, আমাকে দেখে আফরান নিশো চিৎকার করে বলছিল, ঈশিতা, জাস্ট দৌড়াও।’

মজার এই ঘটনাটি ঈশিতা জানিয়েছেন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকালের বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ