যশোরের কেশবপুরে হাজি লস্কর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ ও এস এস গাদ্দার ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা দেখতে ভিড় জমান দূর–দুরান্ত থেকে আসা দর্শকেরা।
খেলায় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ ১-০ ব্যবধানে এস এস গাদ্দার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল, ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল।