Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিজয়নগরে সেলুনেও বিক্রি হচ্ছে এলপিজি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

বিজয়নগরে সেলুনেও বিক্রি হচ্ছে এলপিজি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। নিত্যপণ্যের মতো মুদি, মোবাইল ফোন রিচার্জের দোকান এমনকি সেলুনেও মিলছে এসব সিলিন্ডার গ্যাস। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবাধে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে যেকোনো সময় বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

বিজয়নগর উপজেলার চম্পকনগর, সিংগারবিল, চান্দুরা, বুধন্তী, বিষেবপুরসহ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। গ্রামের অলি-গলির দোকানেও এসব বিক্রি হচ্ছে। কোনো রকম সাবধানতা ছাড়াই যানবাহনে সিলিন্ডার বহন ও ট্রাকের ওপর থেকে ছুড়ে ফেলা হচ্ছে স্তূপের ওপর।

এদিকে গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র ও মজুত রাখার জায়গায় পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ফায়ার সার্ভিস, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স রাখার বিধান থাকলেও বেশির ভাগ ব্যবসায়ী এসবের তোয়াক্কা করেন না। এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ছোট লাইসেন্সধারী ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে প্রায় ৪০টি গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। কিন্তু বাস্তবে এসব নিয়মনীতির বালাই নেই। এমনকি লাইসেন্স করে এ ব্যবসা করতে হয় এটাই জানেন না অনেক ব্যবসায়ী।

অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবাগ্রহীতার নিরাপত্তা ও জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করলে তাঁকে কারাদণ্ড অনধিক ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

স্থানীয় গৃহিণী আয়েশা হুমায়রা বলেন, কোনো দোকানেই আগুন নির্বাপক ব্যবস্থা নেই। যদি বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে তাহলে দোকানের পাশাপাশি আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্তা হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বর্তমানে এক বোতল সিলিন্ডার গ্যাস ১২ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ী হৃদয় রায় বলেন, দাম বৃদ্ধির কারণে এখন একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ধাপে ধাপে দাম বেড়েছে এ সিলিন্ডার গ্যাসের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ