আগৈলঝাড়ায় খাবার ভেবে দুই বছরের শিশু কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশু রাজ হালদারের বাবা রনজিৎ হালদার বলেন, ‘কৃষিকাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে রাজ হালদার খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এ সময় শিশু রাজ হালদার অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন বলেন, ‘শিশুটি বিষাক্ত কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।’