পীরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান বিপু ও সদস্যসচিব আকতারুজ্জামান তিতুকে অভিনন্দন জানিয়ে গত বুধবার সন্ধ্যায় শোভাযাত্রা করা হয়েছে।
এ ছাড়া পীরগঞ্জ পৌর বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হান্নান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মণ্ডল সেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ পলাশ প্রমুখ।