বিনোদন ডেস্ক
নতুন নাটক লিখেছেন অনিমেষ আইচ। নাম ‘সাগরকন্যা’। নাম ভূমিকায় অভিনয় করছেন তারিন জাহান। তারিন বলেন, ‘আমি কখনো কুয়াকাটা যাইনি। এবার যাচ্ছি সাগরকন্যার শুটিংয়ে। বিটিভি তাদের নাটক নির্মাণে এখন অনেক সচেতন। মান নিশ্চিত করতে কেবল ইনডোর সেটে নয়, প্রয়োজনে যেকোনো লোকেশনেই শুটিং হচ্ছে। এটা ভালো দিক।’ সাগরকন্যা প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। প্রচার হবে বিটিভিতে।