Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সিনেমা হলে থাকবেন আজমেরি হক বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সিনেমা হলে থাকবেন আজমেরি হক বাঁধন

১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। এরই মধ্যে ছবির প্রচারণায় কাজ শুরু করেছেন ছবির অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ পুরো টিম। প্রথম সপ্তাহে সারা দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, ছবির নামভূমিকায় অভিনয় করা অভিনেত্রী আজমেরি হক বাঁধনসহ ছবির টিম যাবে প্রতিটি হলে। প্রথম দিন ঢাকার দুটি হলে যাবেন বাঁধন। ধারাবাহিকভাবে যাবেন বাকি হলগুলোয়। তবে কবে কোন হলে যাবেন সেই ঘোষণা এখনই দিচ্ছেন না।

প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পাবে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল) ও সেনা অডিটোরিয়ামে (সাভার); চট্টগামের সুগন্ধা (কাজির দেউড়ি) ও সিলভার স্ক্রিন (নাসিরাবাদ); নারায়ণগঞ্জের সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি) এবং বগুড়ার মধুবনে (চেলোপাড়া)।

এহসানুল হক বাবু বলেন, ‘ছবিটির জন্য দেশ-বিদেশ থেকে সাড়া পাচ্ছি। প্রথম সপ্তাহে আমরা বেছে বেছে দেশের ১০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছি। দর্শকদের আগ্রহ ও সাড়া বুঝে অন্য জেলার হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। সম্প্রতি বাংলাদেশের অফিশিয়াল সিনেমা হিসেবে আগামী অস্কার আসরে মনোনয়নের জন্যও জমা দেওয়া হয়েছে ছবিটি।

ছবির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষিকা রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এ ছবি। রেহানা একজন সিঙ্গেল মা, মেয়ে, বোন ও শিক্ষিকা হিসেবে কঠিন জীবনযাপনে অভ্যস্ত। এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন রেহানা। ১ ঘণ্টা ৪৭ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, ফারজানা বীথিসহ অনেকেই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ