Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাবেক কাউন্সিলরের

টাঙ্গাইল প্রতিনিধি

হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন সাবেক কাউন্সিলরের

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি দখল, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কাউন্সিলর মাসুদ রানা। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাসুদ রানার স্ত্রী শারমিন আয়শা ফারহানা, তাঁদের দুই ছেলে এবং বড় ভাই আবু বক্কর সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, ২০০৮ সালের পাশের গ্রামে আব্দুল কাদের একজনকে জমিসংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করে। হত্যার সময় আমি ঘটনাস্থলে ছিলাম। হত্যার পরই সেখানে পুলিশ এসে আমার কাছে হত্যার বিবরণ জানতে চায়। আমি যা দেখেছি তা পুলিশের কাছে বর্ণনা করি। পুলিশ আমাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে মামলায় উল্লেখ করে। এরপর থেকে আসামি পক্ষের লোকজন আমার ওপর ক্ষিপ্ত। প্রথমে তাঁরা আমার নানার সম্পত্তি দখল করে নেয়। পরবর্তীতে আসামি পক্ষের প্রধান আমেরিকার প্রবাসী আলতাফ হোসেন দেশে এসে আমাকে হত্যা করার পরিকল্পনা করে। একই সঙ্গে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরও বলেন, গত বছরের ২৮ নভেম্বর আমাকে পরিকল্পিতভাবে মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনার মাধ্যমে হত্যার চেষ্টা করে। চলতি বছরের ১ জানুয়ারি রাত ২টায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার জন্য বাড়ির উঠানে প্রবেশ করে। গত ১১ জানুয়ারি আমার জমি দখল করে ধান রোপণ করে। এসব কারণে আজ আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে আলতাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ আনা হয়েছে মিথ্যা ও ভিত্তিহীন আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ