ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এই টিকাদান শুরু হয়েছে।গতকাল ও আজ (শনিবার) ১ হাজার ৫২৫ জন শিক্ষার্থীদের মধ্যে ফাইজার টিকা দেওয়া হবে।
গতকাল টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভূঁইয়া বকুল, পৌর মেয়র তোফাজ্জল হোসেনসহ অনেকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মন বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। সবাই নির্ভয়ে টিকা গ্রহণ করছেন।