Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

খুঁড়ে রাখা নালার কাজ বন্ধ, চলাচলে দুর্ভোগ

গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা (রাজশাহী)

খুঁড়ে রাখা নালার কাজ বন্ধ, চলাচলে দুর্ভোগ

রাজশাহীর বাঘা পৌর এলাকার প্রধান সড়কের পাশে খুঁড়ে রাখা নালার নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। এতে করে বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে যাচ্ছে। চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে দরজার সামনে গর্ত থাকায় ব্যবসায়ীদের দোকানে বেচাকেনা কমে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বঙ্গবন্ধু চত্বর থেকে বাঘা বাজার হয়ে পূর্বে বটতলা এলাকা পর্যন্ত ১ হাজার ৭৮৪ মিটার পাকা নালা নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২৯ ডিসেম্বর। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৫০০ মিটারের মতো কাজ হয়েছে। জায়গার জটিলতায় বর্তমানে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, সড়কের উত্তর পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে দিয়ে নালা নির্মাণের জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে। কাজ বন্ধ থাকায় বৃষ্টিতে সড়কের পাকা অংশ ভেঙে ঝুঁকিতে রয়েছে দোকানগুলো। এ ছাড়া সরু সড়কে চলতে গিয়ে প্রতিদিন লেগে থাকছে যানজট।

উপজেলা ফাজিল মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সামনের রাস্তা খুঁড়ে রাখায় ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি রাস্তার সীমানায় অবৈধভাবে দোকান তৈরি করায় যান চলাচলসহ জনসাধারণের ভোগান্তি দীর্ঘদিনের। এরপরও সেগুলো উচ্ছেদ না করে মূল রাস্তা কেটে নালা নির্মাণের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মূল সড়কও ছোট হয়ে যাচ্ছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে নালা নির্মাণ করা হলে সড়ক প্রশস্তকরণের সময় অবৈধ দখল আগের মতোই থেকে যাবে। অন্যদিকে সড়কের পাশে ব্যক্তিমালিকানার জমি রাস্তায় চলে যাবে।

এদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে চারঘাট ও বাঘা হয়ে নাটোরের লালপুর এবং পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৫৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।

কিন্তু বাঘা পৌরসভায় সড়কের সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই নালা নির্মাণ শুরু করা হয়।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান জানান, সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সীমানা নির্ধারণ করে নালা বানাতে তাঁরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। এ কারণে মূলত নালা নির্মাণ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার দীপক কুমার রায় বলেন, ‘ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত ড্রেনের কোনো কাজ করছি না। অবৈধ স্থাপনা ভেঙে না দিলে ড্রেন রাস্তার ওপর যাবেই। পৌরসভার দেখানো সীমানায় কাজ করা হচ্ছিল। অভিযোগের কারণে কাজ বন্ধ রাখা হয়েছে।’

বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি তো সড়কের জায়গা দখলমুক্ত করতে পারি না। তবে জনস্বার্থে সরকারি সীমানা নির্ধারণ করে ড্রেনের কাজ করার জন্য জেলা প্রশাসককে জানিয়েছি।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরেজমিন দেখে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অল্প সময়ের মধ্যে এটি সমাধান হয়ে যাবে।

রাজশাহীর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম জানান, কাজ শুরুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ