নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাশরাফি মাদবর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নড়িয়া পৌরসভার পুইন্নারপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাশরাফি হাওলাদার উপজেলার দেওজুড়ি এলাকার শাজাহান মাদবরের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মাশরাফিসহ আরও ২ জন বেপরোয়া গতিতে নড়িয়া বাজার থেকে লোনসিংয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুইন্নারপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পেছনে থাকা মাশরাফি ছিটকে খালের মধ্যে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নড়িয়া থানার ওসি অবনি শংকর বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও বাকি দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’