যে বয়সে খেলাধুলা আর মিষ্টি দুষ্টুমিতে মন ভরিয়ে দেবে সবার সে বয়সে ধীরে ধীরে নিভে যাচ্ছে সারা মনির জীবন প্রদীপ। হৃৎপিণ্ডে ছিদ্র নিয়েই তার জন্ম। অসুস্থতা নিয়ে সারা মায়ের কোলে বেড়ে উঠলেও হার্ট ছিদ্রের জটিলতা হওয়ায় এখন হাসপাতালে বন্দী।
সারা ধনবাড়ী পৌর শহরের রূপশান্তি এলাকার হতদরিদ্র মো. ফারুক হোসেনের মেয়ে। সারাকে বাঁচাতে সবার কাছে আকুতি জানিয়েছেন পরিবার। এখন আর অপারেশন ছাড়া বাঁচানো যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সারার বাবা ফারুক হোসেন বলেন, ‘সারার চিকিৎসা বাবদ সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে। কোনো রকম দিনমজুরের কাজ করে সংসার চালাই। আমাদের সহযোগিতার করার মতো কেউ নেই।’
ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, ‘ফারুক খুবই অসহায়। সারার চিকিৎসার করার মতো সামর্থ্য ওর নাই। ০১৭২৭৩৮৮৭৯৩ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করা যাবে।’