Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কৃত্রিম পায়ে নতুন করে বাঁচার স্বপ্ন রেজাউলের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

কৃত্রিম পায়ে নতুন করে বাঁচার স্বপ্ন রেজাউলের

বারো বছর আগে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক পা হারান রেজাউল। উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হারুন উর রশিদের ছেলে রেজাউল করিম পা না থাকার কারণে দুর্ঘটনার মাস ছয়েকের মধ্যেই চাকরিচ্যুতও হন।

একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে ৮ সদস্যের পরিবারের ভরণপোষণ জোগাতে চরম কষ্টের মধ্যে পড়তে হয় তাঁকে। রেজাউলের এই কষ্টের কথা জানতে পেরে নিজ অর্থায়নে কৃত্রিম পা উপহার দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।

সোমবার উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে কৃত্রিম পা টি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রমুখ।

দীর্ঘ কষ্টে দিন যাপনের পর উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের সহায়তায় কৃত্রিম পা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রেজাউল।

উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, ‘রেজাউল করিমের দুর্দশার কথা নেতা কর্মীদের মাধ্যমে জানতে পারি। তাই নিজ অর্থায়নে কৃত্রিম পায়ের ব্যবস্থা করেছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, কৃত্রিম পা সংযোজনে পঙ্গুত্ব দূর হওয়ার পাশাপাশি বদলে যাবে রেজাউলের জীবন।

ইউএনও শাহাদাত বলেন, যেভাবে এই উপহার দেওয়া হয়েছে, ঠিক সেভাবে পুরো দেশে ছড়িয়ে থাকা অঙ্গহানি মানুষদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসেন তাহলে স্বপ্ন হারা মানুষগুলো স্বপ্নের ঠিকানা পাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ