আজিজুর রহমান, চৌগাছা
যশোরের মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে বড়পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলার ১ হাজার ২৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় এক হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং ভোকেশনাল ও কারিগরি বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেছে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ২৮৯টি। এসব বিদ্যালয়ে প্রায় ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয় শিক্ষার্থীদের বড়পর্দায় পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য। নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়েছে।
অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের কলেজ, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা, ভোকেশনাল ও কারিগরি বিদ্যালয় মিলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বিদ্যালয়গুলোতে রয়েছে ৩ লাখ ১০ হাজার শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আজম বলেন, যশোরে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও কারিগরি স্কুল মিলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে তিন লাখ ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। যাদের বয়স ১২ থেকে ১৮ বছর।
এ প্রদর্শনী শিক্ষা কর্মকর্তারা মনিটরিং করেছেন। শিক্ষা কর্মকর্তা নিজেও জেলা প্রশাসনের অনুষ্ঠান শেষে কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন।