Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৬

দিরাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার তাড়ল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চতুর্থ ধাপে তাড়ল ইউপি নির্বাচনে নৌকায় ভোট না দেওয়ায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আহম্মদ চৌধুরী। একই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরী নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ চৌধুরীর বিরোধিতা করেন। এ নিয়ে শনিবার দুপুরে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরীর ছোট ভাই সুজন মিয়ার সঙ্গে সুফি মিয়ার হাতাহাতি হয়। এদিন রাতে সুফি জিয়া চৌধুরী বাদী হয়ে আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন।

এর জেরে রোববার সকালে আহম্মদ চৌধুরীর সমর্থক ও বিএনপি নেতা সুফি মিয়া চৌধুরীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ আমিনুর চৌধুরী (২৬) ও আলআমিন চৌধুরীকে (৩৮) প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হয়। আহত আরও চারজনকে গ্রামেরই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্বাচনের শুরু থেকেই এদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের। ঘটনার তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আইনি ব্যবস্থা নেব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ