নড়াইলের লোহাগড়া উপজেলার আসন্ন ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের জয় ত্বরান্বিত করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সভাপতিত্বে করেন লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম সাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. তারিকুল ইসলাম টুটুল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমিনুল ইসলাম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল আলিম, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী খসরুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল ইসলাম, নোয়াগ্রাম ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মো. রনি মোল্যা, জয়পুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. তুফান শেখ, কোটাকোল ইউপি স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোছা মিতা রহমানসহ সহযোগী সংগঠনের নেতারা প্রমুখ।