ষষ্ঠ ধাপে ভালুকা উপজেলার ১১ ইউপিতে ৩১ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা আটঘাট বেঁধে প্রচারে নেমেছেন।
প্রার্থীরা উঠান বৈঠক, কর্মী সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দিনরাত একাকার করে। পোস্টার ও প্রচারপত্র বিতরণের পাশাপাশি বাড়ি বাড়ি পান সুপারি নিয়ে ভোট চাচ্ছেন তাঁরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
এদিকে নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীই স্বাস্থ্যবিধি মানছেন না। প্রচারে প্রচুর লোকের সমাগম ঘটছে। দল বেঁধে মিছিল, কর্মী সভা, উঠান বৈঠকের পাশাপাশি প্রতিদিন মাইকিং ও নির্বাচনী গান বাজনার শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। আচরণবিধি না মানারও অভিযোগ পাওয়া যাচ্ছে।
উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৫ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। ভোটারদের মন জয় করতে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন প্রার্থীরা।