সাতক্ষীরার পাটকেলঘাটায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ থেকে দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বহিষ্কার করা দুই নেতা হলেন, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহাবাজ আলী।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঘোষ সনৎ জানান, উপজেলার কুমিরা ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এ ইউপি থেকে শেখ আজিজুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মো. রেজাউল ইসলাম ও মো. শাহাবাজ আলী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্রোহী দুই প্রার্থীকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজীবন ও স্থায়ী বহিষ্কারের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশীদ বলেন, ‘চতুর্থ ধাপ পর্যন্ত নির্বাচনে যাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়েছেন বা নির্বাচনে জয়লাভ করেছেন তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার হবে এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কুমিরা ইউপির ওই দুই বিদ্রোহী প্রার্থীকে ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের স্থায়ী বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’