নির্বাচন কমিশনের নির্দেশে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার তাঁকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ খবরটি নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, ‘জেলা নির্বাচন অফিস থেকে নয় বরং, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ নেই।’
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়াকে প্রত্যাহার করে জেলা সদরে গেছেন।’
পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচন কমিশন অফিসে একটি কার্যাদেশ পাওয়ার পরে তাঁকে প্রত্যাহার করা হয়। তবে কী কারণে তাঁকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে তা আমার জানা নেই।’