Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এবার পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

এবার পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্টের অর্থায়নে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ হবে বারবার বলা হচ্ছে। সেই ২০১৪ সাল থেকে চলছে পরিদর্শন।

সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এডিজি মীরজাদী সেব্রিনা ফ্লোরা, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুই সদস্যের প্রতিনিধি আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজার আলী হুমাইদ আলদিরী ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মুবারক আল মেহরিবী প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এ ছাড়া ২২ মার্চ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই সাইয়েদ আল মাহারী ও সংযুক্ত আরব আমিরাতের রেড ক্রিসেন্টের দুর্যোগ বিভাগের প্রধান সাইয়েদ মোহাম্মেদ আল খামিরি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এর আগে ২০১৪ সালে আরব আমিরাতের শীর্ষ স্থানীয় নির্মাণ সংস্থা আরটেকের প্রধান প্রকৌশলী আসাদ আল খিলালি ও প্রকৌশলী ওয়ায়েল প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন। তাঁরা হাসপাতাল নির্মাণের ২৫ হাজার বর্গফুট জায়গা নির্ধারণ করেন।

সূত্র জানায়, রাঙ্গুনিয়ার পোমরা ও বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী এলাকায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাদশা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে বাংলাদেশ সরকারের উপহারস্বরূপ দেওয়া ১১০ একর পরিত্যক্ত জমিতে প্রতিষ্ঠিত হবে হাসপাতালটি।

প্রাথমিকভাবে ৬৪ শয্যা দিয়ে শুরু করা হবে হাসপাতালটি। পরে ক্রমান্বয়ে তা ১২০ শয্যায় উন্নীত করা হবে। আধুনিক গাইনি সেবা নিশ্চিত করতে একটি অপারেশন থিয়েটারকে সার্বক্ষণিক দুজন সার্জনসহ প্রস্তুত রাখা হবে। অপর অপারেশন থিয়েটার ব্যবহৃত হবে জেনারেল সার্জারিতে। মা ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে সেখানে।

সংযুক্ত আরব আমিরাতের উন্নত হাসপাতালগুলোর মতো সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে হাসপাতালটিতে। রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্টের অর্থায়নে ও রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের একান্ত প্রচেষ্টায় গড়ে তোলা হবে বিশ্বমানের হাসপাতালটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় মাইলফলক রচিত হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ