২০২২ সালজুড়ে টিভি নাটক অনেকটাই দখলে ছিল নতুনদের। এই তালিকায় রয়েছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, জান্নাতুল সুমাইয়া হিমি, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, তানজিম তটিনী, রুকাইয়া জাহান চমক, সাদিয়া আয়মান, আরশ খান, যাহের আলভী, অনামিকা ঐশী, সাদিয়া মাহী প্রমুখ। এ ছাড়া এই বছর সংগীতশিল্পী পড়শীও নাটকে আলো ছড়িয়েছেন। পরিচালকেরাও এই তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী হচ্ছেন।
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম পরিচিত শিল্পীদের দখলে থাকলেও সেখানেও অনেক শিল্পী তাঁদের শক্তিশালী আগমনী বার্তা দিয়েছেন। তালিকায় রয়েছেন ইয়াশ রোহান, প্রার্থনা ফারদিন দীঘি, রাজ মানিয়া, নওফেল জিসান, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, নাসির উদ্দিন খান, আইশা খান, সৌম্য জ্যোতি, সুমন আনোয়ার, ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম প্রমুখ।