করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর একযোগে সারা দেশের মত কুষ্টিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাত্র দেড় ঘণ্টায় শেষ হয় প্রথম পরীক্ষা। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুষ্টিয়া জেলার মোট ১৯ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জেলার সর্বমোট ৩৭টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষার্থীরা। নিয়ম মাফিক পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীরা তাঁদের স্ব-স্ব পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করেন।
প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়। এবং পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
মিরপুর মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, ‘পরীক্ষা কেমন করে দিতে হয় সেটাই প্রায় ভুলতে বসেছিলাম। দীর্ঘদিন পর সশরীরে পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। পরীক্ষাও ভালোভাবে দিতে পেরেছি।’
প্রথম দিনের পরীক্ষায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার খায়রুল আলম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।