Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শত্রুর আগুনে পুড়ল যুবকের আয়ের সম্বল

মনিরামপুর প্রতিনিধি

শত্রুর আগুনে পুড়ল   যুবকের আয়ের সম্বল

অন্যের কার ভাড়া চালিয়ে তিল তিল করে টাকা জমিয়ে একটি প্রাইভেট কার কেনেন মনিরামপুরের সুন্দলপুর গ্রামের ফারুক হোসেন।

নিজের কারটি ভাড়ায় চালিয়ে সংসার চলে তাঁর। ভাড়ায় চালিয়ে যে টাকা আয় হয়, তা দিয়েই স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে দিনাতিপাত চলে মনিরামপুর বাজারের মোহনপুর পোস্ট অফিস পাড়ায়।

গত শনিবার মধ্যরাতে শত্রুরা পেট্রল ঢেলে প্রকারটি পুড়িয়ে দিয়েছে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফারুকের স্বপ্ন। সঙ্গে পুড়েছে নিম্নবিত্ত একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনও।

ফারুকের বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‘প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১১-৬২০৯) কিনে মনিরামপুর মাইক্রোস্ট্যান্ডে থেকে ফারুক নিয়মিত ভাড়ায় যাত্রী টানত। শনিবার রাত ৯টার দিকে বাসায় ফেরে ছোট ভাই।’

আলমগীর হোসেন বলেন, ‘অন্যদিনের মতো পাকা রাস্তার পাশে ভাড়াবাড়ির ফটকে গাড়ি রেখে বাসায় ঘুমিয়ে পড়ে ফারুক। এর পর রাতে পেট্রল ঢেলে কে বা কারা কারে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে কারের সামনের অংশ (ইঞ্জিন) পুড়ে ছাই হয়ে গেছে।’

আলমগীর বলেন, ‘আগুনে পুড়ে যখন সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়, তখন আশপাশের লোকজন টের পেয়ে ফারুককে তোলেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ২টার দিকে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

ক্ষতিগ্রস্ত ফারুকের ভাই আলমগীর হোসেন আরও বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও তেমন কোনো শত্রুতা নেই। এ প্রাইভেট কারের ওপর নির্ভর করেই ভাইটার সংসার চলত। এখন কীভাবে তাঁর দিন কাটবে, বুঝতে পারছি না। আমরা কাউকে সন্দেহ করছি না। তারপরও আইনের আশ্রয় নেব। থানায় মামলা করব।’

মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাত দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কেউ শত্রুতা করে প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ