Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভালো চরিত্রের জন্য নওশাবার অপেক্ষা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ভালো চরিত্রের জন্য নওশাবার অপেক্ষা

মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন কাজী নওশাবা আহমেদ। তবে এখন আর টিভি নাটকে নিয়মিত দেখা যায় না তাঁকে। সর্বশেষ নওশাবাকে দেখা গেছে ‘পুনর্জন্ম’ নাটকের তৃতীয় কিস্তিতে। বিরতি কাটিয়ে সম্প্রতি অরুণ চৌধুরীর নির্দেশনায় ‘বৃষ্টির চোখে মেঘ’ নাটকে কাজ করেছেন তিনি।

কেন নাটকে নিয়মিত দেখা যায় না? এমন প্রশ্নের জবাবে অনেকটা আক্ষেপ শোনা গেল তাঁর কণ্ঠে। নওশাবা বলেন, ‘নিজেকে যেভাবে তৈরি করছি বা করেছি, সে অনুযায়ী চরিত্র পাই না। আগে অনেক নাটকে কাজ করলেও একটা সময় চিন্তা করে দেখলাম, আমি আসলে নিজেকে কষ্ট দিচ্ছি। আমি অভিনয়টা ভালোবাসি। আমাকে তো অভিনয় করার সুযোগটা দিতে হবে।নামমাত্র নাটকে কাজ করে বাহবা নিতে চাই না। আমার কাজগুলো দেখে সবাই যাতে বোঝে, আমি সততার সঙ্গে কাজটি করেছি।’

নওশাবা আরও বলেন, ‘চরিত্রের ক্ষেত্রে আর আপস করতে চাই না। মনের মতো চরিত্র করার জন্য বসে থাকি। যদি কোনো নির্মাতা মনে করেন আমার যোগ্যতা আছে, তাহলে আমাকে খুঁজে বের করবেন। সর্বশেষ পুনর্জন্ম নাটকে অভিনয় করেছিলাম। সেখানে আমার বৃষ্টি চরিত্রটি প্রশংসিত হয়েছিল। এখনো অনেক জায়গায় গেলে মানুষ আমাকে বৃষ্টি নামে ডাকে। তার মানে দর্শক আমার থেকে ভালো কাজ দেখতে চায়। দর্শকদের কষ্ট দিতে চাই না বলেই অনেক কাজের অফার বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। তবে আমি মুখিয়ে থাকি কবে আমার কাছে একটা ভালো চরিত্র আসবে।’

নওশাবাবৃষ্টির চোখে মেঘ’ নাটকের গল্প ও চরিত্রের কারণেই এতে অভিনয় করার জন্য রাজি হয়েছেন নওশাবা। এতে তাঁর সঙ্গে রয়েছেন আহসান হাবিব নাসিম। নাটকে নিয়মিত না দেখা গেলেও ওটিটি ও সিনেমায় নিয়মিত কাজ করছেন নওশাবা। ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি। নওশাবা মনে করেন, নতুন নির্মাতাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। নওশাবা এখন ব্যস্ত আছেন ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ‘মেঘনাকন্যা’ সিনেমার শুটিংয়ে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ