Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসে ওড়ানো হয়নি জাতীয় পতাকা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

বিজয় দিবসে ওড়ানো হয়নি জাতীয় পতাকা

নীলফামারীর ডোমারে বিজয় দিবসে হৃদয়ে স্বাধীনতা চত্বরে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এ নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তাঁরা জানান, প্রতি বছরেই বিজয় দিবসে হৃদয়ে তোপধ্বনির পর স্বাধীনতা চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। কিন্তু এবার শ্রদ্ধা জানানো হলেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

বিষয়টি স্বীকার করে সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলন করা হয়েছে। প্রতি বছরেই হৃদয়ে স্বাধীনতা চত্বরে পতাকা উত্তোলন করা হয়। এবার পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি দুঃখজনক। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি জগোবন্ধু রায় বলেন, জাতীয় পতাকা উত্তোলন না করে মুক্তিযুদ্ধের সঙ্গে পরিহাস করা হয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সাংবাদিকদের জানান, ‘আমি দুই বছর থেকে এখানে আছি। উক্ত সময়ে আমি দেখি নাই এখানে পতাকা উত্তোলন করা হয়েছে। সারা দেশের কোথাও যেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ