চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে উদালিয়া গ্রামে অবৈধভাবে পাচারের সময় ১৫৩ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় কাঠবোঝাই দুটি জিপগাড়িও জব্দ করা হয়। গত সোমবার পৃথক অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার দুপুরে উদালিয়া গ্রামের সবুজ টিলাসংলগ্ন উত্তর পাশে বন বিভাগের কর্তারা অভিযান চালিয়ে ৮৫ ঘনফুট (৭২ টুকরো) সেগুন ও আকাশমনি কাঠ জব্দ করেন। এ সময় কাঠবোঝাইকারী একটি চাঁদের গাড়িও জব্দ করা হয়।
তা ছাড়া গত রোববার রাতে উদালিয়া গ্রামের মনা ত্রিপুরা পল্লির পার্শ্ববর্তী সড়কের পাশে বন বিভাগের কর্তারা অভিযান চালিয়ে ৫৮ ঘনফুট (৩৫ টুকরো) সেগুন ও আকাশমনি কাঠ জব্দ করেন। এ সময় কাঠবোঝাইকারী একটি নছিমন গাড়িও জব্দ করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পাচারের সময় উদালিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৫৩ (১০৭ টুকরো) ঘনফুট বনজ কাঠ জব্দ করে স্থানীয় বন বিভাগ।