নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জয়িতার পণ্যগুলোর মানোন্নয়ন করে আন্তর্জাতিক বাজারে অধিক পরিমাণ পণ্য রপ্তানির ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। গতকাল সোমবার সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ৩৫ জন জয়িতা নারী উদ্যোক্তার তৈরি পোশাক ও খাদ্যসামগ্রী প্রদর্শনের ব্যবস্থা ছিল।