ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের আয়োজনে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মহড়া চালানো হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অগ্নিনির্বাপক মহড়ায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও আগুন লাগলে তাৎক্ষণিক তা নেভানোর কলাকৌশল শেখানো হয়।