Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্রোহী প্রার্থীদের মাঠে থাকতে দেওয়া হবে না

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিদ্রোহী প্রার্থীদের মাঠে থাকতে দেওয়া হবে না

ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের নেতারা। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউপির নৌকা প্রতীকের প্রার্থী বশির আহমেদের যৌথ কর্মী সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মেলেং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথ কর্মী সভায় নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে ছাত্রলীগ ও যুবলীগকে কাজ করতে বলেন। যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করেন কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসরাফুজ্জামান।

এ সময় নেতারা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে করে বলেন, উপজেলা আওয়ামী লীগ আপনাদের অনেক অনুরোধ করেছে, বুঝিয়েছে। আপনারা শুনলেন না। এ সময় নেতারা বলেন, কৈলাইল ইউনিয়নে এখনো বিদ্রোহী প্রার্থী যারা রয়েছে তাঁরা যদি শুক্রবার রাতের মধ্যে প্রার্থিতা থেকে সরে না দাঁড়ান, শনিবার থেকে আপনাদেরকে আর নির্বাচনী মাঠে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে মাঠ থেকে বিতাড়িত করা হবে। বিদ্রোহী প্রার্থী উৎপাটনের কাজ শুরু হয়ে যাবে।

এ সময় নেতারা আরও বলেন, এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের পোস্টার, ব্যানার, ও নির্বাচনী প্রচারের ক্যাম্প দেখতে চাই না। এসব উৎপাটনে শনিবার সকাল থেকে মাঠে কাজ করবে ছাত্রলীগ ও যুবলীগ।

সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, ড. সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হক পিলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ফারুক মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় কৈলাইল ইউপির নৌকা প্রতীকের প্রার্থী বশির আহমেদকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা।

এ কর্মী সভায় কৈলাইল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের প্রার্থিতা প্রত্যাহার করার কথা ছিল বলে জানান নেতারা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ