চীন-তাইওয়ান সংকট তীব্র আকার ধারণ করেছে। বরাবরের মতোই তাইওয়ানের পাশে আছে মার্কিন সরকার। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও তাইওয়ান এসে ঘুরে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে চীন। চলমান দ্বন্দ্বের মধ্যেই এবার প্রকাশ পেল চীনের প্রশিক্ষণের ছবি। স্যাটেলাইটের এক ছবিতে দেখা যায়, দেশটির জিনজিয়াংয়ের মরুভূমিতে মার্কিন রণতরি এবং নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের আদলে ডামি বানিয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের টার্গেট হিসেবে এগুলো বসানো হয়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, সবকিছু মিলিয়ে একটি কমপ্লেক্স বা বড় এলাকা বানিয়েছে চীন। তবে এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। সিঙ্গাপুরের গবেষক কলিন কোহ বলছেন, সাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা যথাযথ হয়নি বলে মনে হচ্ছে। তাই মরুভূমিতে এ পরীক্ষা। তবে এটিই প্রশিক্ষণের শেষ ধাপ নয়।
এদিকে চীনের শীর্ষ নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং। দেশটির আঞ্চলিক রাজনীতি এবং সামাজিক কার্যক্রমে নতুন নিয়ম আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চার দিনের রুদ্ধদ্বার বৈঠক গতকাল শুরু হয়। সি চিনপিংয়ের দলের অন্যতম অধিবেশন এটি।