কলারোয়া ও সাতক্ষীরা পাক হানাদার মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও গত ৬ ডিসেম্বর কলারোয়ায় ও ৭ ডিসেম্বর সাতক্ষীরায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়ায় গত ৬ ডিসেম্বর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। এ সময় বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের স্মৃতিচারণা করেন। প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণে উদ্বুদ্ধ থাকুক নতুন প্রজন্ম।
সাতক্ষীরায় গতকাল মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী রাজেস কুমার রায়না, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা প্রমুখ।