Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে’

তারাগঞ্জ প্রতিনিধি

‘পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে’

‘বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন সাম্প্রদায়িক দাঙ্গা না ঘটে সে ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা ধর্মভীরু। অনেকেই কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে দাঙ্গা লাগিয়ে দেয়। আপনাদের কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। শুধু ধর্ম প্রচার নয়, সমাজের কল্যাণে, দেশে কল্যাণে, মানুষের কল্যাণে ধর্মের সঠিক ব্যাখ্যা করতে হবে।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের উদ্দেশে এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হয়। ফাউন্ডেশনের তারাগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার একরামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাসেল।

এ সময় ইউএনও করোনার সময়ে ইসলামিক ফাউন্ডেশন ও আলেম সমাজের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, করোনাকালে জাতির চরম সংকটময় মুহূর্তে আলেম সমাজের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রেরণ, করোনায় মৃতদের কাফন-দাফনের ব্যবস্থা, আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের জাকাতের অর্থ দেওয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর মাধ্যমে সংস্থাটি সর্বমহলের প্রশংসা পেয়েছে এবং দেশবাসীর কাছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

রাসেল মিয়া বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে কর্মরত গণশিক্ষা কার্যক্রমের কর্তা, শিক্ষক, ইমামদের সততা, নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের পরিপন্থী এমন কোনো কাজ করা যাবে না, যাতে বঙ্গবন্ধুর আদর্শের বিচ্যুতি ঘটে।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান ও ইসলামিক ফাউন্ডেশনের তারাগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম প্রমুখ।

সভায় উপজেলার পাঁচ ইউনিয়নের ১৬৫ জন শিক্ষক ও ইমাম, সাতজন মডেল কেয়ার টেকার এবং শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত দিয়ে সভার সমাপ্তি করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ