জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ভান্ডারিয়ার মানুষ কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী কাজ করেনি ভবিষ্যতেও করবে না বলে আমার বিশ্বাস। বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। গতকাল রোববার বিকেলে ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে সাম্প্রদায়িক বিরোধী আলোচনা সভায় এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ‘মানুষ ঐক্যবদ্ধ থাকলে তাদের ভাগ্য উন্নয়নের হয়। আর ঐক্যবদ্ধ আছি বলে ভান্ডারিয়ায় উন্নয়ন করা সম্ভব হয়েছে।’
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।