তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগে এই মামলার আবেদন করা হয়। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকে।
গতকাল সোমবার সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নুরুল হক। তিনি বলেন, জাইমা রহমানসহ নারীদের নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন ডা. মুরাদ হাসান। এ ছাড়া তিনি দেশের নারী জাতিকে অসম্মান করেছেন। সরকার তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেই বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে তাঁর এই ঘৃণ্য অপরাধের শাস্তির দাবিতে এই মামলার আবেদন করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।