ইয়েমেনের সরকারপন্থিদের অন্যতম প্রধান ঘাঁটি তেলসমৃদ্ধ শহর মারিব। দীর্ঘদিন উত্তরাঞ্চলের এ শহর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে হুতি যোদ্ধারা। কিন্তু সৌদি আরব সমর্থিত জোটের বাধার মুখে তা দখলে নেওয়া যাচ্ছিল না। লড়াইয়ে একের পর এক মৃত্যুর খবর আসছিল। এবার জানা গেল, হুতির সঙ্গে লড়াইয়ের চেয়ে উত্তর ইয়েমেনে নিজেদের শেষ ঘাঁটি রক্ষার চিন্তা করছে সরকারপন্থিরা।
গত মঙ্গলবার হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া ঘোষণা দেন, মারিবের দুইটি জেলা তাঁরা ইতিমধ্যেই দখল করে ফেলেছেন। গত মাসে দখলে নিয়েছেন আরও দুইটি। চলমান এ সংঘাত বিপাকে ফেলেছে মারিব শহরের প্রায় ৩০ লাখ বাসিন্দাকে। এঁদের মধ্যে ১০ লাখ মানুষ অন্য জায়গা থেকে ঘরবাড়ি ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। ইয়েমেনসংকট নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে জাতিসংঘ।